বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, মারা যায় ৪ টি ছাগল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৫ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, মারা যায় ৪ টি ছাগল

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সব সম্পদই পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা ঘটে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে।
 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নবকুমার ও সুকুমার নামের দুই ভাইয়ের বাড়িতে রাতের অন্ধকারে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনে দুই পরিবারের থাকা ঘর, গোয়ালঘরসহ সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় আসবাবপত্র, শাড়ি-জামাকাপড়, নগদ অর্থ, রসুন, পাটসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ ধ্বংস হয়। আগুনে তাদের ৪টি ছাগলও মারা যায়।
 

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
 

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।