রাজধানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ০৭:২৬ অপরাহ্ণ   |   ৬৪৬ বার পঠিত
রাজধানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় গতকাল রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রিজভী আহমেদ সাদ (২২)। তিনি মিরপুরের কাফরুল থানার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রিজভী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহতের ভগ্নিপতি গোলাম মর্তুজা জানান, রিজভী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকস্তব্ধ।
 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।