চাকরি পেলেন ৮৩ জনভ ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ার পদে

প্রকাশকালঃ ১৯ জুন ২০২৩ ০৬:০৩ অপরাহ্ণ ১৭৪ বার পঠিত
চাকরি পেলেন ৮৩ জনভ ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ার পদে

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৮১ জন সার্ভেয়ার (গ্রেড ১৪) পদের জন্য নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পদে ৮৩ জন উত্তীর্ণ হয়েছেন। সার্ভেয়ার নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১৪তম গ্রেডভুক্ত সার্ভেয়ার পদের বেতনস্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

গত ৩১ জানুয়ারি ২৮১ জন সার্ভেয়ার (গ্রেড ১৪) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ভূমি মন্ত্রণালয়। ২ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ হাজার ৪১৪ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হন ২২০ জন। উত্তীর্ণ প্রার্থীদের চার দিনব্যাপী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় প্রক্সি জালিয়াতি, অন্যান্য অসদুপায় ও অনুত্তীর্ণ হওয়ার কারণে বাদ পড়েন ৬৭ জন।