ঢাকা প্রেস,ট্টগ্রাম ব্যুরো:-
চট্টগ্রাম নগরীতে গত ৫ আগস্ট ঘটে যাওয়া থানা-ফাঁড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় একটি বড় ধরনের মামলা রুজু করা হয়েছে। কোতোয়ালী থানায় দায়ের করা এই মামলায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ হাজার জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারীরা থানায় প্রবেশ করে বিপুল পরিমাণ আসবাবপত্র লুট করে নিয়ে যায়, যানবাহন ভাঙচুর করে এবং থানায় অগ্নিসংযোগ করে। এছাড়াও থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ চুরি হয়েছে। এই ঘটনায় প্রায় আট কোটি ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক জানিয়েছেন, হামলার ঘটনায় বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।