ইসরায়েলি হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি, মৃতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ ০ বার পঠিত
ইসরায়েলি হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি, মৃতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এতে করে এ ভূখণ্ডে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। চলমান এই আক্রমণে আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৭২ জন। এছাড়া হামলায় আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৮ জন।
 

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে ৫০ জন নিহত ও আরও ১১০ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে ব্যর্থতা দেখা দিয়েছে।
 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে। হামাসের ওই হামলায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে গাজায় অপহরণ করা হয়েছিল।
 

ইসরায়েলের প্রতিশোধমূলক এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অসংখ্য ভবন ধ্বংস হয়েছে। প্রায় ২০ লাখ মানুষ তাদের বাসস্থান হারিয়েছেন, যা অবরুদ্ধ গাজার মোট জনসংখ্যার ৮৫ শতাংশকে বাস্তুচ্যুত করেছে।
 

জাতিসংঘের মতে, ইসরায়েলের এই আক্রমণে নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। খাদ্য, পানি ও ওষুধের অভাবে পুরো গাজা মানবিক সংকটের মুখে পড়েছে।

 

জাতিসংঘের মানবাধিকার কমিশন ইসরায়েলের এই হামলাকে কঠোরভাবে নিন্দা জানিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু বানিয়েছে।
 

ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যেই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের হয়েছে। তবুও জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের এই বর্বর আক্রমণ অব্যাহত রয়েছে।