তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রাম–৯ আসনে সামছুল আলমের গণসংযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৫ ০৭:০৮ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রাম–৯ আসনে সামছুল আলমের গণসংযোগ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-

 

চট্টগ্রাম নগরীর ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম–৯ আসনে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 

৩১ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ সামছুল আলম।
 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এম. এ. হানিফ, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এইচ. চৌধুরী বাবলু, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফারুক, মোঃ ইউনুস ও মোঃ জাহাঙ্গীর আলম।
 

এছাড়াও উপস্থিত ছিলেন থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান, আলমগীর আলী, মোবারক হোসেন, ইব্রাহিম সোহেল, জাফর, এবং ১৭–১৮–১৯ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রাজ। বিএনপি ও অঙ্গসংগঠনের আরও উপস্থিত ছিলেন রায়হান, রিপন, মোঃ সোহেল, জাহাঙ্গীর, বাদল, আবুল সরদার, পলাশ, সাগর, জাকির, মোঃ ইমরান, মোঃ রনি, কাউসার রাব্বি, তাজু, ইমনসহ অনেকে।
 

গণসংযোগে সামছুল আলম বলেন,
“বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া একটি গণমানুষের দল—কৃষক, শ্রমিক, চাকরিজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার দল। এ দলই পারে দেশের মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা, খাদ্য, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করতে।”

 

তিনি আগামী নির্বাচনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।