ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের স্টেডিয়াম তৈরি মাত্র ৫ মাসে!

প্রকাশকালঃ ০১ জুন ২০২৪ ০৩:১৩ অপরাহ্ণ ৭৪৬ বার পঠিত
ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের স্টেডিয়াম তৈরি মাত্র ৫ মাসে!

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে শনিবার (১ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

প্রস্তুতি ম্যাচ হলেও নিউইয়র্কে অন্যরকম উত্তেজনা এই ম্যাচ ঘিরে। কারণ, এই ম্যাচ দিয়েই উদ্বোধন হতে যাচ্ছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের।

এদিকে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এবার নিজেদের শক্তি জানান দিতে চায় তামিম-শান্তরা। অন্যদিকে শক্তি, সামর্থ্য কিংবা অর্জনে বেশ সমৃদ্ধ ভারত। বাংলাদেশের থেকে এগিয়ে বহুগুণে। তবুও এ ম্যাচ ঘিরে উত্তেজনার কমতি নেই টাইগার সমর্থকদের মধ্যে।


এদিকে মাত্র ৫ মাসে তৈরি স্টেডিয়ামটি দেখে রীতিমতো অবাক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’দলের প্রস্তুতি ম্যাচ শুরুর আগে ভেন্যুতে মুগ্ধ হয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, অবিশ্বাস্য।  মানে (তিন মাস আগেও) ইন্টারনেটে দেখেছি কিছুই ছিল না। এখন একেবারে পুরোদস্তুর ক্রিকেট স্টেডিয়ামের মতো দেখাচ্ছে। দারুণ অনুভূতি।

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, এমন হবে প্রত্যাশা করিনি। আমার মনে হচ্ছে একেবারে পূর্ণাঙ্গ স্টেডিয়াম। মাঠটিকেও বেশ সুন্দর দেখাচ্ছে। পুরোদস্তুর ক্রিকেট মাঠ। সত্যি বলতে কি, এমন কিছু প্রত্যাশা করিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি উইকেট কেমন দেখাচ্ছে, মাঠ কেমন হবে। এখানে যা হতে চলেছে, তাতে রোমাঞ্চিত। দারুণ লাগছে।

ম্যাচের আগে ভারত অধিনায়ক বলেন, মাঠটি দেখতে খুবই সুন্দর। বেশ খোলামেলাও।

পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করবেন জানিয়ে ভারত অধিনায়ক বলেন, এর আগে তো আমরা এখানে কোনদিন খেলিনি, তাই সবার আগে পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করছি। ৫ জুন আমাদের প্রথম ম্যাচ। তাই, পরিবেশ, পরিস্থিতি কেমন হতে পারে, সেটা বোঝার চেষ্টা করব।

প্রস্তুতি ম্যাচ শেষে টাইগাররা ফিরবে ডালাসে, বিশ্বকাপের আসল মিশনে। ২ জুন বিশ্বকাপ শুরু হলেও টাইগাররা তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ১০ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ড ও ১৭ জুন চতুর্থ ও শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেপাল।

রোববার (২ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে সর্বমোট ৫৫ ম্যাচের মধ্যে ১৬টি হবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রে। এর মধ্যে ৮টিই হবে এই নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ পর্বে ভারতের ৩টি ম্যাচ আছে এই মাঠে। গত ১৫ মে স্টেডিয়ামের উদ্বোধন করেন বিশ্বের দ্রুততম মানব ও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত উসাইন বোল্ট। এরপর এখানে কিছু কমিউনিটি ক্রিকেট ম্যাচ ও ইভেন্ট আয়োজন করেছে আইসিসি।