ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুরে মাওলানা সাদ কান্ধলভী পন্থী তাবলীগ জামাতের পক্ষ থেকে দুটি দাবিতে স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।
এর আগে, চাঁদপুর জেলা তাবলীগ জামাতের আমীর মাওলানা আবদুর রশিদের নেতৃত্বে হাজারো সমর্থক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেন।
স্মারকলিপিতে তাদের প্রধান দাবিটি ছিল, কোনো যৌক্তিক কারণ ছাড়া দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আসতে পারছেন না। তারা অভিযোগ করেন যে, গত সাত বছর ধরে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান শোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। উল্লেখ্য, মাওলানা সাদ পূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাতও পরিচালনা করতেন। তারা এ বছর মাওলানা সাদ কান্ধলভীকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার জন্য জোর দাবি জানান।
এছাড়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য তারা দেশের সকল মসজিদে তাবলীগের কাজ নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, এমন একটি সুস্পষ্ট আদেশ জারির দাবি করেন।