চাঁদপুরে ইলিশ সংরক্ষণে কঠোর ব্যবস্থা

প্রকাশকালঃ ১৩ অক্টোবর ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ ৩৬৮ বার পঠিত
চাঁদপুরে ইলিশ সংরক্ষণে কঠোর ব্যবস্থা

ঢাকা প্রেস নিউজ

 

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ মাছের প্রজননকে সুরক্ষিত রাখতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে।
 

এই সময়কালে ইলিশ আহরণ, বিক্রয়, মজুদ এবং পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মা ইলিশের প্রজননকে সুরক্ষিত করতে সরকার কঠোর নজরদারি চালাবে।
 

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত এলাকায় জেলেদের নদীতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। এই সময়ে ইলিশ সাগর থেকে মিঠাপানিতে ডিম ছাড়তে আসে।
 

নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন ভঙ্গকারীদের দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।
 

চাঁদপুর জেলা প্রশাসক জানিয়েছেন, ইলিশ সংরক্ষণে এবার সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী যৌথভাবে কাজ করবে। তিনি আরও জানান, নিষেধাজ্ঞা সম্পর্কে সকলকে সচেতন করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।