ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
কক্সবাজারের টেকনাফে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায়, মিয়ানমারের আরাকান আর্মি দ্বারা অপহৃত ৫ জন বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হয়েছে।
গত সোমবার, টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে মাছ ধরতে যাওয়া এই জেলেরা আরাকান আর্মির সদস্যদের দ্বারা মিয়ানমারের ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার পরপরই তারা মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। মিয়ানমারের ওই অঞ্চলটি বর্তমানে আরাকান আর্মির দখলে থাকায় তাদের সাথে আলোচনার মাধ্যমে এই জেলেরা ফেরত আনা সম্ভব হয়।
বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ জেটি ঘাটে এই জেলেরা ফিরে আসেন। ফেরত আসা জেলেদের মধ্যে রয়েছেন শাহপরীর দ্বীপের আবদুর রহিমের ছেলে মো. আলম, আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া ও মো. সাইফুল মিয়া, রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন এবং চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। তারা সবসময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন।