ঢাকা প্রেস নিউজ
সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর, অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাতের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
নূরজাহান বেগম আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে জনগণ যদি আরও সংস্কারের দাবি তোলে, তাহলে নির্বাচনের তারিখ বিলম্বিত হতে পারে।
তিনি বলেন, যদি জনগণ মনে করে সংস্কার প্রয়োজন নেই, তাহলে যেকোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যেতে পারে।
এর আগে, সকালে উপদেষ্টা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।