চট্টগ্রাম, ক্রীড়া ডেস্ক:
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিতে আগামীকাল ২৭ জানুয়ারি (মঙ্গলবার) অ-১৪ দলের চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রমের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কোচ ও বাছাই টিম দুপুর ১:৩০ মিনিটে একাডেমিতে পরিদর্শনে আসবেন।

একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, অ-১৪ দলের সমস্ত সদস্যদের খেলার সরঞ্জামসহ অনলাইন জন্ম নিবন্ধনের ভেরিফাই কপি, মা-বাবার ভোটার আইডি কার্ডের কপি নিয়ে মাঠে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে। বাছাই প্রক্রিয়া সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হবে।
এছাড়াও, সংশ্লিষ্ট পরিচালক, একাডেমি সদস্য এবং কার্যকরী পরিষদের দায়িত্বশীল ব্যক্তিদের যথাযথ সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, আসন্ন মহানগরী পাইওনিয়ার ফুটবলে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও এখন থেকে নিয়মিত প্রাকটিসের জন্য মাঠে আসতে পারবেন।
ধন্যবাদান্তে,:
মুহাম্মদ বাবুল হোসেন বাবলা
জেনারেল সেক্রেটারি ও পরিচালক
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি, চট্টগ্রাম