চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের মধ্যে স্বস্তি এনে দিলেন বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসান। নিক ওয়েলচের রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার পর ক্রিজে নামা ক্রেইগ আরভিন বেশিক্ষণ টিকতে পারেননি। নাঈমের ঘূর্ণিতে মাত্র ৩১ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
এরপর নাঈমের শিকারে পরিণত হন জিম্বাবুয়ের অভিজ্ঞ অধিনায়ক শন উইলিয়ামসও। ১৬৬ বলে ৬৭ রান করে তানজিম সাকিবের দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়েন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৯.৪ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৭৮ রান। ক্রিজে রয়েছেন মাধেভেরে ও টাফাডজোয়া সিগা।
সকালের শুরু থেকেই পেশির টান নিয়ে ভুগছিলেন জিম্বাবুয়ের ওপেনার নিক ওয়েলচ। উইলিয়ামসের সঙ্গে ৯০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ার পর অবশেষে তাকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। ১২৮ বল খেলে ৫৬ রানের ইনিংস খেলেন ওয়েলচ। তার বিদায়ের সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৬৪ রান, উইকেটে তখন খেলছিলেন ৫৮ রানে থাকা উইলিয়ামস।