ধর্মীয় উপাসনালয়ে হামলা: অস্ত্র নয়, শিক্ষাই সমাধান: ধর্ম উপদেষ্টা

প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ০৪:১৫ অপরাহ্ণ ৫৭৭ বার পঠিত
ধর্মীয় উপাসনালয়ে হামলা: অস্ত্র নয়, শিক্ষাই সমাধান: ধর্ম উপদেষ্টা

ঢাকা প্রেস
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:-


 

হাটহাজারী উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালেদ হোসাইন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে তারা কোনো ধর্মের মানুষ নয়। এই ধরনের ঘটনা প্রতিরোধে অস্ত্র নয়, শিক্ষার ওপর জোর দেওয়া উচিত।
 

তিনি আরও বলেন, তিনি নিজেও একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষার মাধ্যমেই সমাজ গড়ার পক্ষপাতী। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের চেয়ে কলমের প্রয়োজনীয়তা অনেক বেশি।

 

ধর্ম মন্ত্রণালয়ের হাজীদের সেবা দেওয়ার প্রচেষ্টার কথা উল্লেখ করে আ.ফ.ম খালেদ হোসাইন বলেন, হজ্জের খরচ কমানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। জাহাজে করে হজে যাওয়ার বিষয়ে সৌদি আরব সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যায়, শীঘ্রই এই বিষয়ে সুখবর পাওয়া যাবে।

 

এই অনুষ্ঠানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মশিউজ্জামান, মডেল থানার ওসি হাবিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।