রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্স:
রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের বিপক্ষে দলীয়ভাবে একটি অসাধারণ ইনিংস খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ ৫৬৫ রান করে ১১৭ রানের মূল্যবান লিড নিয়েছে।
মুশফিকুর রহিম ১৯১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। মাত্র ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন।
এছাড়াও সাদমান ইসলাম (৯৩), মেহেদী মিরাজ (৭৭), লিটন দাস (৫৬) এবং মমিনুল হক (৫০) দলের জন্য অর্ধশতক করে দলকে এগিয়ে নিয়েছেন।
এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৬৩৮ রান রয়েছে শীর্ষে। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রানের ইনিংস দুইয়ে।
পাকিস্তানের পেসার নাসিম শাহ ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলি। ১টি উইকেট তুলে নেন সাইম আয়ুব।