রেলের জমিতে আশ্রিত দেলোয়ার হোসেনের জীবনের লড়াই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৫ ০৬:০০ অপরাহ্ণ   |   ৯৬ বার পঠিত
রেলের জমিতে আশ্রিত দেলোয়ার হোসেনের জীবনের লড়াই

নাজমুস সাকিব,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-



অক্ষম শরীর, তিন কন্যা আর অনিশ্চয়তায় ভরা এক মানবিক আর্তনাদ.......

কুড়িগ্রাম জেলার চিলমারী রেললাইনের পাশে একটি ভাঙাচোরা ঘরে বাস করেন শারীরিকভাবে অক্ষম দেলোয়ার হোসেন। জীবনের তীব্র দুঃখ-কষ্ট, অনিশ্চয়তা ও বঞ্চনার মধ্যেই কাটছে তাঁর প্রতিটি দিন। তিন কন্যা সন্তানকে নিয়ে এই মানুষটি টিকে আছেন এক প্রকার মানবেতর জীবনযাপনের মধ্য দিয়ে।
 

দেলোয়ার হোসেনের শারীরিক অক্ষমতার কারণে কোনো ভারী বা নিয়মিত কাজ করা সম্ভব নয়। ফলে সংসারের নিত্যপ্রয়োজন মেটানো তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিজস্ব ভিটেমাটি না থাকায় রেলের জমির উপর একটি ছোট্ট ঘর তুলে সেখানেই কোনোমতে আশ্রয় নিয়েছেন তিনি। বৃষ্টি হলে সেই ঘরে ঢুকে পড়ে পানি, শীতে কাঁপতে হয়, রোদে পুড়তে হয়—সব মিলিয়ে জীবন যেন এক নিরবচ্ছিন্ন সংগ্রাম।
 

তিন মেয়েকে নিয়ে প্রতিদিন নতুন অনিশ্চয়তার মুখোমুখি হন দেলোয়ার। খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে মেয়েদের শিক্ষা বা চিকিৎসার কথা ভাবা তাঁর কাছে যেন বিলাসিতা। তবুও পিতা হিসেবে ভালোবাসা আর অদম্য বেঁচে থাকার ইচ্ছাশক্তিই তাঁকে এখনো ভরসা জোগায়।
 

স্থানীয়দের মতে, দেলোয়ার হোসেনের পরিবারটি মানবিক সহায়তার জন্য অতীব প্রয়োজনীয় অবস্থায় রয়েছে। সরকার ও সমাজের বিত্তবান মানুষ যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেন, তবে হয়তো এই অসহায় পরিবারটিও পেতে পারে বেঁচে থাকার সামান্য নিশ্চয়তা।