জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে গঠিত হচ্ছে ই-স্পোর্টস অ্যাসোসিয়েশন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ আগu ২০২৫ ০৮:১৪ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে গঠিত হচ্ছে ই-স্পোর্টস অ্যাসোসিয়েশন

ক্রীড়া প্রতিবেদক:-


গত ১৩ জুলাই ই-স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই খাতটির কাঠামো গঠন ও উন্নয়নে সরকার ধারাবাহিক উদ্যোগ নিয়ে আসছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার ই-স্পোর্টস খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

সভায় ই-স্পোর্টসের জন্য নীতিমালা প্রণয়ন, অ্যাসোসিয়েশন গঠন এবং খাতটির সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা হবে এবং ধাপে ধাপে সংশ্লিষ্ট সকল অংশীজনকে আলোচনার আওতায় আনা হবে।