ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ০২:২৬ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:



 

ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় সংঘটিত অপহরণ মামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি বিশেষ অভিযানিক দল অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে। একই সঙ্গে মামলার প্রধান আসামি মো. আকাশ (২০)-কে গ্রেফতার করা হয়েছে।
 

এজাহার সূত্রে জানা যায়, বাদীর মাদ্রাসাপড়ুয়া নাবালিকা মেয়েকে আসামি আকাশ নিয়মিত মাদ্রাসায় যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে বাদী অভিযুক্তকে সতর্ক করেন এবং উভয় পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে কথা হয়। কিন্তু এরপরও আসামি তার কার্যক্রম বন্ধ করেনি।
 

২০২৫ সালের ২৯ জুন সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বাদীর মেয়েটি মাদ্রাসার উদ্দেশ্যে বের হলে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কাঁচা রাস্তায় পৌঁছানোর পর আসামি আকাশসহ অজ্ঞাত কয়েকজন মিলে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় করে ফুলপুরের দিকে অপহরণ করে নিয়ে যায়।
 

ঘটনার পর ভিকটিমের পিতা তারাকান্দা থানায় অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ: ১২ জুলাই ২০২৫; ধারা: ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২০)। মামলা দায়েরের পর থেকেই র‍্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ আসামিদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে তৎপরতা চালায়।
 

এরই ধারাবাহিকতায় ৯ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৩টা ৪৫ মিনিটে র‍্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ, র‍্যাব-১ গাজীপুরের সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন টেপিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামি আকাশকে গ্রেফতার করে।
 

উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদান করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।