প্রেস বিজ্ঞপ্তি —
সাংবাদিকদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করা সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-র উদ্যোগে এক দোয়া ও জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত, অসুস্থ সাংবাদিকদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সংগঠনের সদস্য সচিব ও সাংবাদিক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মোৎসব উদযাপন করা হয়।
২৩ অক্টোবর (বৃহস্পতিবার) বাদ আসর শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ার নবাব সলিমুল্লাহ রোডের আবেদীন ভিলার দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীরবাংলা’র সম্পাদক ও প্রকাশক এস. এম. ইমদাদুল হক মিলন, সাংবাদিক সিকান্দার মাস্টার, শাহ আলম তালুকদার, রানা হায়দার মাহমুদ, কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা, শাহ আলম, জাকির হোসেন, হারুন অর রশিদ সাগর, আবুল কালাম সরদার, জাতীয় সাঁতারু রফিকুল ইসলাম মুন্না, ডা. তমাল, সাংবাদিক নুর ইসলামসহ আরও অনেকে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ মেহেদী হাসান।