নিজস্ব প্রযুক্তিতে লিফট তৈরি করেছেন বাংলাদেশি ইলেকট্রিশিয়ান
প্রকাশকালঃ
০৯ জানুয়ারি ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ ২২৭ বার পঠিত
বাংলাদেশি একজন ইলেকট্রিশিয়ান আমজাদ হোসেন নিজস্ব প্রযুক্তিতে লিফট তৈরি করেছেন। তিনি পাবনার ঈশ্বরদীতে একটি তিনতলা ভবন নির্মাণ করেন। এই ভবনের জন্য তিনি নিজেই একটি লিফট তৈরি করেন।
লিফটটি তৈরি করতে তিনি তিন মাস সময় নেন। লিফটটি তৈরিতে তিনি একটি কন্ট্রোল বক্স, এক টন ওজন ধারণক্ষমতাসম্পন্ন একটি গিয়ার বক্স, এক কিলোওয়াটের আইপিএস ও এক হর্স পাওয়ারের মোটর ব্যবহার করেন। এরপর স্টিলের ওয়্যার, মেটাল স্ট্রাকচার ও কেবিনের জন্য একটি রিপ্লেকা গ্লাস দিয়ে লিফট তৈরির কাজ শুরু করেন।
লিফটটিতে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। লিফটটিতে একটি ওভার লোড সেন্সর রয়েছে। এই সেন্সরটি লিফটের ধারণক্ষমতার চেয়ে বেশি ওজন থাকলে লিফট বন্ধ করে দেয়। এছাড়াও, লিফটে একটি ডোর লোড সেন্সর রয়েছে। এই সেন্সরটি লিফটের দরজা বন্ধ থাকলে লিফট চালু হয় না।
আমজাদ হোসেন জানান, তিনি এই লিফটটি তিন ও চারতলা ভবনে ব্যবহারের জন্য তৈরি করেছেন। তিনি আশা করেন, এই লিফটটি দেশে লিফট শিল্পের উন্নয়নে অবদান রাখবে।
আমজাদ হোসেনের এই উদ্ভাবন বাংলাদেশের জন্য একটি গৌরবময় ঘটনা। তার এই উদ্ভাবন দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।