চারঘাটে মরহুম কামরুজ্জামান ঝড়ু স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:০৭ অপরাহ্ণ   |   ৬৪ বার পঠিত
চারঘাটে মরহুম কামরুজ্জামান ঝড়ু স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম, চারঘাট, রাজশাহীঃ


 

রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর চৌমহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেলে মরহুম কামরুজ্জামান ঝড়ু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 


 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশকর আলী।
 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন।
 

এছাড়াও উপস্থিত ছিলেন—

  • রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট

  • সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সবুর বুলেট

  • জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার

  • সিনিয়র যুবদলের যুগ্ম আহবায়ক ফায়সাল সরকার ডিকো

  • ৬ নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম

  • ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক আলী

  • ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান

  • ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান

  • ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহসান হাবিব কাজিম

  • যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন

  • ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান

  • শিমুল সরকার, সজলসহ আরও অনেকে।

ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বাঁকড়া একাদশকে ১ গোলে পরাজিত করে মহানগর একাদশ বিজয়ী হয়।
 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“মরহুম কামরুজ্জামান ঝড়ু স্মৃতি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। আমরা যতটুকু সম্ভব তাঁর পরিবারকে সহযোগিতা করে পাশে দাঁড়াবো, ইনশাআল্লাহ।”

 

অন্তে মাননীয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।