২২ লাখ জনসাধারণের একটি লোকাল ও একটি আন্তঃনগর ট্রেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ মে ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ   |   ৬৭৩ বার পঠিত
২২ লাখ জনসাধারণের একটি লোকাল ও একটি আন্তঃনগর ট্রেন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

২২ লাখ মানুষের জন্য একটি লোকাল ও একটি আন্তঃনগর ট্রেন নাজুক অবস্থা কুড়িগ্রামের রেলসেবার। ট্রেন দুটি নিয়েও শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনাসহ রয়েছে নানা অভিযোগ। ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। ট্রেনের সংখ্যা ও সেবার মান বাড়ানোর দাবি পিছিয়ে পড়া এঅঞ্চলের মানুষের।

 

কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসাসহ নানা প্রয়োজনে এই অঞ্চলের মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতে ট্রেনকেই পছন্দ করে। কিন্তু জেলায় রয়েছে একটি মাত্র লোকাল ট্রেন, যেটি চলে চিলমারীর রমনা থেকে রংপুর পর্যন্ত। একটি আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস। চলে কুড়িগ্রাম স্টেশন থেকে ঢাকা পর্যন্ত। এরও শিডিউল বিপর্যয় আর চরম টিকিট সংকটে দিশেহারা সাধারণ মানুষ।

 

সেবার মান নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ রেলের কর্মকর্তারা।

 

পাশের জেলা পঞ্চগড়ে আন্তঃনগর পাঁচটিসহ মোট ছয়টি, লালমনিরহাটে চারটি আন্তঃনগরসহ ডেমু, লোকাল ও কমিউটার মিলে আটটি ট্রেন চলাচল করে।

 

এছাড়া নীলফামারীতে আটটি রংপুরে মোট ১০টি ও দিনাজপুরেও একই সংখ্যক ট্রেন চলাচল করে। কিন্তু কুড়িগ্রামের চিত্র একেবারেই ভিন্ন। জেলার আর্থসামাজিক উন্নয়নে দ্রুত রেলের সংখ্যা বাড়ানোর দাবি পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের।