মাদারগঞ্জে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ১০:১২ অপরাহ্ণ   |   ৬৩ বার পঠিত
মাদারগঞ্জে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ

মোঃ আলমগীর হোসাইন হৃদয়,জামালপুর জেলা প্রতিনিধি:

 

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর বালিকা দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের সরকারি নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখার অভিযোগ উঠেছে। স্কুল সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও অভিযোগ অনুযায়ী, প্রায় প্রতিদিন শিক্ষার্থীদের দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় জানা গেছে, শিক্ষার্থীরা যখন ছুটি পায়, তখন পিয়নও মাদরাসা বন্ধ করে চলে যান। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুর ২টার দিকে সরেজমিনে গেলে দেখা যায়, মাদরাসার প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন না এবং সব শ্রেণীকক্ষ তালাবদ্ধ ছিল।

 

গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মাদরাসার অফিস সহকারী (পিয়ন) শাহিনুর রহমান জানান, সুপারসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন। তবে সুপার জয়নাল আবেদীনের মোবাইল নম্বর তিনি দিতে অস্বীকার করেন। পরে আলাদা মাধ্যমে সুপার জয়নাল আবেদীনের সঙ্গে ফোনে যোগাযোগ করা গেলে তিনি জানান, ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতিতে দুই দিনের ছুটিতে রয়েছেন এবং প্রতিষ্ঠানের সকল দায়িত্ব সহকারী সুপারের কাছে দেওয়া হয়েছে। তবে সহকারী সুপারের মোবাইল নম্বর জানাতে তিনি পরবর্তী সময় বলার পরও তা পাওয়া যায়নি।

 

মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিঃদাঃ) ছানোয়ার হোসেন বলেন, “নির্ধারিত সময়ের আগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”