ঢাকা প্রেস নিউজ
সাভারের আশুলিয়ায় আজ থেকে ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীসহ ভোটারযোগ্য সব নাগরিকের তথ্য এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য সংগ্রহকারীরা স্বশরীরে বাড়ি গিয়ে নাগরিকদের ভোটার তালিকার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। এ কার্যক্রমের অংশ হিসেবে মৃত ব্যক্তিদের তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্তির কাজও করা হচ্ছে।
কী থাকছে হালনাগাদে?
ইসি ধারণা করছে, এবারের হালনাগাদে প্রায় ১৯ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হতে পারে। এই কর্মসূচি বাস্তবায়নে সারা দেশে প্রায় ৬৫ হাজার তথ্য সংগ্রহকারী নিয়োজিত রয়েছেন।
প্রথমবারের মতো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পেরে নতুন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নতুন ভোটার নয়ন মিয়া জানান, ‘আগে ভোটার না থাকার কারণে নানা ধরনের সমস্যায় পড়তে হতো। এবার ভোটার আইডি কার্ড পেয়ে আমরা সেই ভোগান্তি থেকে মুক্তি পাব এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারব।’
সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দেব’ স্লোগানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে হালনাগাদ কার্যক্রমের গুরুত্ব ও সুষ্ঠু পরিচালনার দিক নির্দেশনা দেন।
দুপুর ১২টায় সাভার উপজেলা পরিষদে বেলুন ও কবুতর উড়িয়ে এই তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।