বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। তিনি বর্তমানে লন্ডনে তাঁর বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গত মঙ্গলবার লন্ডন থেকে টেলিফোনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তির কারণে আরও উন্নতি লাভ করেছে।
ডা. জাহিদ বলেন, "খালেদা জিয়া ভালো আছেন, তবে খুব সুস্থ হয়ে উঠেছেন, এমন কথা বলা যাবে না। তবে, বর্তমানে যে কোনো সময়ের তুলনায় অনেকটা সুস্থ আছেন।"
এছাড়া, দেশে ফিরে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যেদিন উপযুক্ত মনে করবেন, সেদিনই তিনি দেশে ফিরবেন, ইনশাআল্লাহ।"
ডা. জাহিদ আরও বলেন, প্রায় সাত বছর পর খালেদা জিয়া তাঁর ছেলে, দুই পূত্রবধু ও নাতনিদের পাশে পেয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছেন।
এদিকে, ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে তাঁকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়।