বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের গণভবনে কে যাবে, তা ভারত নির্ধারণ করবে না; এটি নির্ধারিত হবে বাংলাদেশের জনগণের দ্বারা। সংসদ সদস্য নির্বাচিত করবেন এই দেশের খেটে খাওয়া মানুষ, আর রাষ্ট্রের ক্ষমতায় কে বসবে, তা নির্ধারণ করবে এই ভূখণ্ডের জনগণ।
শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতি চালু রয়েছে। কিন্তু আমরা বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি করব এবং শক্তিশালী বাংলাদেশ গঠন করব।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও আমরা জাতি হিসেবে সুসংগঠিত হতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। আমরা স্বাধীন পুলিশ, বিচার বিভাগ এবং কার্যকর রাষ্ট্রীয় কাঠামো গড়তে ব্যর্থ হয়েছি। তবে তরুণদের হাত ধরে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে, এবং প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিচালিত হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখবে, তবে কোনো বিদেশি প্রেসক্রিপশনের ভিত্তিতে চলবে না। আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার শক্তি অর্জন করেছে, তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।
তিনি আরও বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যম মিলিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। পরিবারতন্ত্রের যুগ শেষ হয়েছে; এখন থেকে যোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব আসবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মত ও দ্বিমতের স্বাধীনতা নিশ্চিত থাকবে।