ফারুক ভাইকে স্মরণ করে ববিতা: আফসোস, শেষ দেখা হলো না

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মে ২০২৪ ০৩:৫১ অপরাহ্ণ   |   ৬১১ বার পঠিত
ফারুক ভাইকে স্মরণ করে ববিতা: আফসোস, শেষ দেখা হলো না

ঢাকা প্রেসঃ
নায়ক ফারুক
চলে গেলেও তার স্মৃতি এখনো অম্লান ববিতার মনে। চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি অভিনেতার সাথে দীর্ঘ ৪০ বছরের বন্ধুত্ব ছিল তার। 'নয়নমনি', 'গোলাপী এখন ট্রেনে', 'লাঠিয়াল' সহ অসংখ্য সুপারহিট সিনেমায় তারা একসাথে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।

ফারুক ভাই-এর সাথে প্রথম পরিচয় 'আলোর মিছিল' সিনেমায় কাজ করার সময়। সেখান থেকে শুরু হয় দুজনের বন্ধুত্ব। গ্রামভিত্তিক সিনেমায় তার অভিনয় ছিল অনবদ্য। 'গোলাপী এখন ট্রেনে' সিনেমার মিলন চরিত্র আজও দর্শক মনে রেখেছে।

'নয়নমনি' সিনেমার পর থেকেই ফারুক-ববিতা জুটি দর্শকদের কাছে বিশেষ হয়ে ওঠে। মাসের পর মাস চলেছিল এই সিনেমা। কয়েক যুগ পরও এ সিনেমার কথা মানুষ মনে রাখে।

ফারুক ভাই-এর অকাল মৃত্যু ববিতার জন্য বড় আঘাত। তাঁর মরদেহ দেশে এসেছিল যখন, ববিতা কানাডায় ছিলেন। তাই শেষ দেখাও হয়নি তাদের। এটাই ববিতার বড় আফসোস

ব্যক্তি হিসেবে ফারুক ভাই ছিলেন অনুসরণীয়। বাইরে থেকে দেখে মনে হতো রাগী, জেদি, ভয়ংকর। কিন্তু আসলে তিনি ছিলেন নরম মনের মানুষসবার সাথে ভালো ব্যবহার করতেন।

সবাই একদিন চলে যাবে। কিন্তু ফারুক ভাই-এর মতো মানুষের স্মৃতি চিরকাল অমলিন থাকবে।