ভোটের প্রস্তুতিতে সক্রিয় ইসি, নির্ভর করছে না ঐকমত্য কমিশনের ওপর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০১:১৯ অপরাহ্ণ   |   ১০৭ বার পঠিত
ভোটের প্রস্তুতিতে সক্রিয় ইসি, নির্ভর করছে না ঐকমত্য কমিশনের ওপর

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

নির্বাচন কমিশন (ইসি) নিজেদের সক্ষমতা ও কর্তৃত্বকে কাজে লাগিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন কমিশন কোনো সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে না।
 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুসান রাইলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
 

তিনি বলেন, "আমরা আমাদের ক্ষমতার মধ্যে থেকে যা যা করার তা করছি। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী কেনাকাটা, এবং প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়ে গেছে।"
 

অস্ট্রেলিয়ার নির্বাচন পর্যবেক্ষণ ও সহায়তার আগ্রহের কথাও উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, "সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে অস্ট্রেলিয়া। নির্বাচন সংক্রান্ত যেকোনো সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার।"
 

সিইসি আরও জানান, রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেওয়ার দায়িত্ব ঐকমত্য কমিশনের হলেও ইসি শুধু নির্বাচন পরিচালনার প্রস্তুতির দিকেই মনোযোগী। সীমানা নির্ধারণের জন্য প্রয়োজনীয় আইন পরিবর্তনের প্রক্রিয়াও চলছে, যা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর বাস্তবায়ন হবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমাও বাড়ানো হয়েছে।
 

সব মিলিয়ে ইসি এখন পুরোপুরি নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বলে জানান তিনি।