নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মুন্সীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়। সাগর জুলাই আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের মামলার আসামি।
আজ বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সীগঞ্জ পুলিশকে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
জেলা পুলিশ জানায়, সাজ্জাত হোসন পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাগরকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে। পরে ভোরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, চব্বিশের ৪ আগস্ট মুন্সীগঞ্জে তিনজনকে হত্যার ঘটনায় সাজ্জাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভিডিওতে তাকে অস্ত্র হাতে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে। ৫ আগস্ট, আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।