ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
গৌরবের আরেকটি মাইলফলক স্পর্শ করলো কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়! চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করে কুতুবদিয়া (কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়) দুর্দান্ত নৈপুণ্যে সিলেট বিভাগকে ২-০ গোলে পরাজিত করে, চট্টগ্রাম বিভাগের হয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে !
⚽ ম্যাচ ফলাফল:
কুতুবদিয়া (চট্টগ্রাম বিভাগ) ২- ০সিলেট বিভাগ
এই জয়ে কুতুবদিয়ার ফুটবল ইতিহাসে আরেকটি সোনালী অধ্যায় যোগ হলো। সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের জানাই আন্তরিক অভিনন্দন!
এক নজরে 'জাতীয় প্রাইমারি গোল্ড কাপ-২৫' এর কিছু তথ্য
চ্যাম্পিয়ন:( কৈয়াবিল স. প্রা. বি.)সেরা খেলোয়াড় : কৈয়াবিল স. প্রা. বি।সেরা গোলদাতা : কৈয়াবিল স. প্রা. বি.
প্রাইজ মানি: তিন লাখ টাকা ।
ব্যক্তিগত পদক ও খেলোয়াড় প্রাইজ মানি: ১৫ হাজার টাকা করে সবাইকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
প্রচারে: দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি, চট্টগ্রাম।