আট বছর পর বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। বলিউড তারকা শাহরুখ খানের আলোচিত সিনেমা পাঠান বাংলাদেশে মুক্তির প্রথম সপ্তাহে কেমন ব্যবসা করল, সিনেমা হলে দর্শকের উপস্থিতি কেমন—তা নিয়েই এই প্রতিবেদন।
স্ত্রী ও কন্যাকে নিয়ে ‘পাঠান’ দেখতে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় এসেছিলেন বেসরকারি চাকরিজীবী জহিরুল ইসলাম। টিকিট কাউন্টারে গিয়ে শুনলেন তিনটার শোর টিকিট শেষ। বিরস বদনে ফেরার পথে গতকাল বেলা পৌনে তিনটায় প্রথম আলোকে জানান, লক্ষ্মীপুর থেকে এক কাজে ঢাকায় এসেছেন। একটু ফুরসত পেয়েই সিনেমাটি দেখতে এসেছেন।
কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেল, তিনটার শো হাউসফুল। সাতটার শোর কয়েকটি টিকিট রয়েছে। তবে রাতের বাসে জহিরুলের বাড়ি ফেরার তাড়া, পাঠান না দেখেই ফিরতে হলো তাঁদের। তবে শাহরুখ খানের জন্য অপেক্ষায় থাকলেন ফারিয়া মাহমুদ। তিনিও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটির দিনে বন্ধুদের নিয়ে পাঠান দেখতে এসেছেন তিনি।