নওগাঁয় আড়াই হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা:

প্রকাশকালঃ ২২ মে ২০২৪ ০৬:৪২ অপরাহ্ণ ৬৯৪ বার পঠিত
নওগাঁয় আড়াই হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা:

ঢাকা প্রেসঃ
গুটি জাতের আম পাড়া শুরু, উন্নত জাতের জন্য অপেক্ষা......

নওগাঁর বিখ্যাত আম এবার বাজারে আসছে। প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত বুধবার (২২ মে) থেকে গুটি জাতের আম নামানোর মাধ্যমে শুরু হয়েছে আম পাড়া।

এ বছর নওগাঁ থেকে আড়াই হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে বলে আশা করছে কৃষি বিভাগ। এছাড়াও ১ হাজার মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কবে কোন আম পাড়া যাবে?

(১) ৩০ মে: গোপালভোগ

(২) ২ জুন: ক্ষিরসাপাত ও হিমসাগর

(৩) ৫ জুন: নাক ফজলি

(৪) ১০ জুন: ল্যাংড়া ও হাড়িভাঙা

(৫) ২০ জুন: আম্রপালি

(৬) ২৫ জুন: ফজলি

(৭) ১০ জুলাই: আশ্বিনা, বারি-৪, বারি-১১, গৌড়মতি ও কাটিমন

 

জমির পরিমাণ: ৩৩ হাজার ৩০০ হেক্টর, আমের জাত: দেশি-বিদেশি মোট ১৬ জাত, উৎপাদন: ৪ লাখ ৩১ হাজার ৫০০ টন।