সপ্তাহের শেষ দিনে আজ ঢাকার শেয়ার বাজারের লেনদেন চাঙা

প্রকাশকালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৫৫ অপরাহ্ণ ১৮৯ বার পঠিত
সপ্তাহের শেষ দিনে আজ ঢাকার শেয়ার বাজারের লেনদেন চাঙা

প্তাহের শেষ দিনে আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনে গতি দেখা যাচ্ছে। দিনের প্রথম এক ঘণ্টা ৫০ মিনিটে লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিকে আজ আবারও লেনদেনের শীর্ষ স্থান হারিয়েছিল ফু ওয়াং ফুড, সেই জায়গা চলে যায় জেমিনি সি ফুডের হাতে, যদিও ফু ওয়াং পরে আবারও লেনদেনের শীর্ষে উঠে আসে।

তবে ফু ওয়াং ফুড ও জেমিনি সি সি ফুড একই খাতের ও একই ধারার কোম্পানি। গত কয়েক মাস ধরে এই দুটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। ইতিমধ্যে জেমিনি সি ফুডের শেয়ার নিয়ে বাজারে কারসাজির অভিযোগ আছে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এসব অভিযোগের তদন্তে ব্যবস্থা নেওয়া হয়নি।


এদিকে প্লেসমেন্ট শেয়ার কেন্দ্র করে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। বাজার সংশ্লিষ্টরা এই ঘটনাকে কেলেঙ্কারি হিসেবে আখ্যা দিয়েছেন। এ নিয়ে গতকাল সংবাদ প্রকাশিত হওয়ার জেরে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে। আজও কোম্পানিটির শেয়ারের দাম নিম্নমুখী। খাতভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে, 


গতকালের মতো আজও বিমা খাতের মূল্যবৃদ্ধি হয়েছে। এককভাবে অন্য কোনো খাত মূল্যবৃদ্ধিতে এগিয়ে নেই। প্রথম এক ঘণ্টা ৫০ মিনিট লেনদেনের পর ঢাকার শেয়ারবাজারে আজ তিনটি সূচকের মধ্যে দুটি সূচকই নিম্নমুখী। ডিএসইএক্স সূচক বেড়েছে ২ দশমিক ৩২ পয়েন্ট; ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ২৬ পয়েন্ট; ডিএস ৩০ সূচক কমেছে ১ দশমিক ৯৩ পয়েন্ট।

দিনের প্রথম এক ঘণ্টা ৫০ মিনিট পর লেনদেনের তালিকায় শীর্ষে আছে ফু ওয়াং ফুড; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৭ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকার। তৃতীয় স্থানে থাকা জেমিনি সির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৩ লাখ টাকার।