আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে — সালাহউদ্দিন আহমেদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ণ   |   ১১২ বার পঠিত
আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে — সালাহউদ্দিন আহমেদ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “জুলাই-আগস্টে ছাত্র ও জনতার অংশগ্রহণে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে।”
 

সোমবার (বাংলা নববর্ষ উপলক্ষে) রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাস আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
 

সালাহউদ্দিন আরও বলেন, “ছাত্র, যুবক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে—যা দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। বৈশাখ, শোভাযাত্রা, মেলা, পান্তা ইলিশ এগুলো আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অথচ এসবকে বিকৃত করার পেছনে আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রার মতো উদ্ভাবনের মাধ্যমে ভূমিকা রেখেছে।”
 

তিনি বলেন, “ধর্মীয় চর্চা ও সংস্কৃতি একে অপরের প্রতিপক্ষ নয়, তবে সংস্কৃতিকে ধ্বংস করে কেউ ধর্মের অপব্যাখ্যা ছড়াতে চাইলে, তাদের প্রতিহত করতে হবে। আমাদের উচিত বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতির আগ্রাসন বর্জন করা।”