ঢাকা প্রেস
রংপুর প্রতিনিধি:-
শুক্রবার রংপুর কেন্দ্রীয় কারাগারে দুই বন্দী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে একজন বন্দী নিহত হওয়ার পর কারাগারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীদের গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানিয়েছেন, একটি সাধারণ বিষয়কে কেন্দ্র করে দুই বন্দীর মধ্যে ঝগড়া বাধে। এই ঝগড়া একপর্যায়ে হিংসাত্মক আকার ধারণ করে এবং একজন বন্দী নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়লে কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোঁড়েন।
কারণ: কারাগারের ভেতরের গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার বিষয়কে কেন্দ্র করে দুই বন্দী বাহার ও রফিকুলের মধ্যে ঝগড়া বাধে।
হতাহত: রফিকুল বাহারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আহত বাহারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তেজনা ও গুলি: বাহারের মৃত্যুর পর কারাগারের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন্দিরা প্রধান ফটক ধাক্কাধাক্কি করার চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোঁড়েন।
বর্তমান পরিস্থিতি: সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।