বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত আলম-গীর হোসেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৫ ০৬:৫১ অপরাহ্ণ   |   ১৫১ বার পঠিত
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত আলম-গীর হোসেন

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি:-

 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫–২৬ কার্যবর্ষের কেন্দ্রীয় কমিটিতে উপ-দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ঢাকা প্রেস পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আলম-গীর হোসেন।
 

রবিবার (৫ অক্টোবর) ফোরামের উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
 

দায়িত্বপ্রাপ্ত হওয়ার প্রতিক্রিয়ায় আলম-গীর হোসেন বলেন,

“বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের মতো একটি জাতীয় সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। এটি কেবল একটি পদ নয়—এটি দায়িত্ব, আস্থা ও ভালোবাসার প্রতীক। আমি বিশ্বাস করি, লেখালেখি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। তরুণ প্রজন্ম যদি কলমকে সত্য, ন্যায় ও প্রগতিশীল চিন্তার বাহন হিসেবে ব্যবহার করে, তবে সমাজ আরও আলোকিত হবে। সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে আমি নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যেতে চাই।”

তিনি আরও জানান, তরুণ লেখকদের উদ্বুদ্ধ করা, তাদের লেখনিকে পরিমার্জিত করা এবং সৃজনশীল লেখনির মাধ্যমে ইতিবাচক সমাজ গঠনে ভূমিকা রাখাই হবে তার প্রধান লক্ষ্য।
 

উল্লেখ্য, আলম-গীর হোসেনের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। তার বাবা মো. আনোয়ার হোসেন চিলমারী উপজেলার রাজারভিটা মহিলা মাদ্রাসার একজন শিক্ষক।
 

দীর্ঘদিন ধরে আলম-গীর ক্যাম্পাস সাংবাদিকতা ও কলাম লেখায় যুক্ত আছেন। বর্তমানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখায় ২০২৩–২৪ সেশনে সাধারণ সম্পাদক এবং ২০২৪–২৫ সেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

নজরুল গবেষক হিসেবেও তিনি পরিচিত। ২০২৩–২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজের আর্থিক প্রণোদনায় তিনি “নির্বাচনে নজরুল: লেখকসত্তা, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা পর্যবেক্ষণ” শিরোনামে একটি গবেষণা সম্পন্ন করেছেন।
 

বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত এবং একইসঙ্গে বিভাগটির টিচার্স অ্যাসিস্ট্যান্ট (টিএ) ও সেমিনার লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

পূর্বে তিনি সেভ ইয়ুথ বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলার ইয়ুথ রেজিলিয়েন্স অ্যাম্বাসেডর এবং নির্ভয় ফাউন্ডেশন, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার পিআর অ্যান্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন।
 

সাফল্যের ধারায় তিনি অর্জন করেছেন একাধিক পুরস্কার—

  • ২০২২ সালে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক বর্ষসেরা উদীয়মান সাংবাদিক পদক ও সনদ।

  • ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

  • ২০১৯ সালে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত পাবলিক স্পিকিং কম্পিটিশন-এ নবম স্থান অর্জন করেন।

  • ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক), কুড়িগ্রাম শাখা আয়োজিত রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।
     

তরুণ প্রজন্মের অনুপ্রেরণাদায়ী লেখক ও গবেষক হিসেবে আলম-গীর হোসেনের এই মনোনয়ন তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।