চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নতুন করে উত্তেজনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০৫:১৪ অপরাহ্ণ   |   ৩৫২ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নতুন করে উত্তেজনা

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ- 


 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে এ উত্তেজনা শুরু হয়।
 

ফসলি জমি ও আম গাছ কাটার অভিযোগে বাংলাদেশের নাগরিকরা সীমান্তে জমায়েত হয়, আর ভারতীয় অংশের লোকজন বাংলাদেশি কৃষকরা তাদের ফসল কেটে নেয়ার অভিযোগে সীমান্তে জড়ো হন। এই ঘটনায় অন্তত তিন-চারজন বাংলাদেশি আহত হয়েছেন এবং ভারতীয় অংশ থেকে টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
 

স্থানীয়রা জানান, সীমান্তে দুই বাংলাদেশি যুবক ঘাস কাটতে গেলে, ভারতীয়রা তাদের বিরুদ্ধে ফসলি জমি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে তাদের মারধর করে। এর ফলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে, ভারতীয়রা বাংলাদেশের অংশে আম ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত করলে, স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভে যোগ দেয়।
 

বর্তমানে বিজিবি সদস্যরা সীমান্তে স্থানীয়দের পরিস্থিতি সামাল দিতে কাজ করছে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
 

বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক বার্তায় জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে বিজিবি সদস্যরা কাজ করছেন। ঘটনার বিস্তারিত খুব শিগগির গণমাধ্যমে জানানো হবে।