ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, দ্রুত দায়িত্ব গ্রহণের দাবি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ মে ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ   |   ৪২ বার পঠিত
ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, দ্রুত দায়িত্ব গ্রহণের দাবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রকৌশলী ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থকেরা সরব হয়েছেন। "ঢাকাবাসী" এর ব্যানারে আয়োজিত পূর্বঘোষিত "সচিবালয় অভিমুখে লং মার্চ" কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকে তারা রাজধানীর গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে সমবেত হন এবং স্লোগান ও মিছিল করেন।

সমাবেত সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো - "শপথ নেওয়ার পর আর কোনো অজুহাত নয়," "অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে," এবং "জনগণের মেয়র ইশরাক ভাই, তার বিকল্প নাই।"
উল্লেখ্য, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপি-র ইশরাক হোসেনকে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। তবে, গত ২৭শে মার্চ, ২০২০ তারিখে ওই নির্বাচনের ফলাফল বাতিল করা হয় এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এরপরও ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ না করায় তার সমর্থকেরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

সর্বশেষ বেলা ১১ টা নাগাদ অপ্রিতিকর পরিস্থিতি এরাতে নগর ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। 

এ সময় দেখা যায় নগর ভবনের ভেতরের মূল ফটকে তালা বদ্ধ অবস্থায় আছে। এবিষয়ে সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায়নি।