ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ০৪:২৯ অপরাহ্ণ   |   ৫৬৮ বার পঠিত
ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

ঢাকা প্রেস
নলছিটি উপজেলা (ঝালকাঠি) প্রতিনিধি:-

 

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকায় ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
 

নিহত শিশু দু'টি হলেন লামিয়া আক্তার (৪) এবং রমজান হাওলাদার (৩)। লামিয়া কামাল হাওলাদারের মেয়ে এবং রমজান রানা হাওলাদারের ছেলে, তারা চাচাতো ভাই-বোন।
 

রমজানের দাদা আমির আলী হাওলাদার জানান, বুধবার দুপুরে খেলতে গিয়ে শিশুরা ইঁদুর মারার ওষুধ দেখতে পায় এবং ভুলবশত তা খেয়ে ফেলে। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।