কুড়িগ্রামের ৪ কেজি গাঁজা ও অটোরিকশাসহ গ্রেফতার ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ আগu ২০২৫ ০৩:২১ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
কুড়িগ্রামের ৪ কেজি গাঁজা ও অটোরিকশাসহ গ্রেফতার ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেনাগেশ্বরী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- নাগেশ্বরী থানাধীন চান্দেরহাট মাস্টারটারী এলাকার মোঃ মোকছেদুল হক (৩৫)। 
 

গত সোমবার (১৮ আগস্ট ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ০৫.৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।