নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২২ অক্টোবর) রাতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় সীরাতুন্নবী (সাঃ) মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও শায়খে চরমোনাই নামে পরিচিত মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বক্তব্যে তিনি বলেন, “দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ও কোরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চালুর এখনই সময়। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যহীন সমাজ গঠনে চট্টলার বীর জনগণকে অগ্রণী ভূমিকা নিতে হবে।” তিনি আরো বলেন, এই চট্টগ্রামের মাটিতেই হবে অন্যায়-অবিচার মুক্ত সমাজ প্রতিষ্ঠার ডাক।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের ৬নং জাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী, চট্টগ্রাম মহানগর ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ড. বেলাল নূর আজিজী, সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল বারী ও মাওলানা শেখ আমজাদ হোসাইন, এবং সাধারণ সম্পাদক মুফতি গোলাম কিবরিয়া শরীফি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট হোমিও চিকিৎসক মাওলানা মো. আমির হোসেন। এ সময় চট্টগ্রাম-১১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মো. নূর উদ্দিন, বন্দরটিলা আলী শাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাহবুব, মাওলানা মো. জিয়াউল হক নোমানী, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেনসহ বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখ ও নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।
ইপিজেড থানা মুজাহিদ কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।