ঢাকা প্রেস নিউজ
পবিত্র রমজান মাস উপলক্ষে হাইকোর্টের বিচারকাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, হাইকোর্টের কার্যক্রম সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৩টা ১৫ মিনিটে শেষ হবে।
বুধবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবারের রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রমজান শুরু হতে পারে ২ বা ৩ মার্চ।