আখাউড়া স্থলবন্দর: পূজা উপলক্ষে সাতদিন বন্ধ

প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ০৬:১৭ অপরাহ্ণ ৪৪ বার পঠিত
আখাউড়া স্থলবন্দর: পূজা উপলক্ষে সাতদিন বন্ধ

ঢাকা প্রেস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামী সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উৎসব উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ী সংগঠন থেকে এই বিষয়ে চিঠি পাওয়া গেছে। তিনি আরও জানান, ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং ১৬ ও ১৭ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে বন্দরটি বন্ধ থাকবে। পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সর্বমোট সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময় যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।
 

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলমও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উৎসবের সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের নাগরিকরা পাসপোর্টের মাধ্যমে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
 

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম বড় এবং ব্যস্ততম স্থলবন্দরগুলির একটি। এখান দিয়ে প্রতিদিনই বিপুল পরিমাণ পণ্যসামগ্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করে।