সিদ্দিকুর রহমান উজ্জ্বল কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ ০ বার পঠিত
সিদ্দিকুর রহমান উজ্জ্বল কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

ঢাকা প্রেস

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়নগঞ্জ):-

 

নারায়ণগঞ্জ জেলার তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, সাধারণ মানুষের এক নিবেদিত প্রান।

 

৪ ই আগষ্ট গুলিবিদ্ধ ছাত্রের পাশে দিন রাত  অর্থ সহ সকল প্রকার সেবা দিয়েছেন এই উজ্জ্বল। এর পর থেকে মানবসেবায় তার কোনো কমতি ছিলো না।শুদু নিজের পাড়া বা মহল্লা নয়,যেখানেই প্রয়োজন সেখানেই ছুটে গিয়ে সাধারণ মানুষের পাশে থেকেছেন সামর্থ্য অনুযায়ী। তার কাছে মানব সেবায় কোনো ভেদাভেদ  নেই,  হিন্দু, মুসলিম,খৃষ্টান সকলেই সমান। যাদের যখন যা প্রয়োজন সাধ্যমত তা দেওয়ার চেষ্টা করে গেছেন। এভাবেই জন মনে তার জায়গা হয়, আর সেখান থেকেই জনগন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছে বলে জানা যায়। সাধারণ মানুষ বলেন আমরা আর কোনো সৈরাচারির হাতে আমাদের এই ইউনিয়ন তুলি দিয়ে, জিম্মি থাকতে চাই না।আমরা চাই একজন ভালো মানুষ এই ইউনিয়নের দায়িত্ব পাক। এই ইউনিয়নে রয়েছে হাজার মানুষ কখনো কাউকে বিপদে পাশে পায়নি তবে রাত আর দিন নেই  উজ্জ্বলকে সব সময় আমাদের পাশে পাই। তার কাছে কোনো সমস্যা নিয়ে গেলে যতটা পারে সহযোগিতার হাত বাড়ায়, রাস্তা, মসজিদ,মন্দির এবং কি গির্জা সহ সকল মানুষের পাশে দাড়িয়েছে তিনি।তার মতো নিরহংকারী মানুষ সমাজের জন্য খুবই প্রয়োজন।

 

আমরা একজন সৎ আদর্শবান লোকের হাতে আমাদের এলাকার দায়িত্ব দিতে চাই।তাহলেই আমরা শান্তিতে দু মুঠো ডাল ভাত খেতে পারবো।অপরদিকে সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সাথে কথা বললে তিনি বলেন  আমি কিছু পাবো এমন আসা করে কারো পাশে থাকি নাই বরং আমি কারো জন্য কিছু করতে পারলাম এটাই স্বার্থকতা মনে করি।অনেকের ধন আছে কিন্ত মানুষের জন্য কিছু করার মতো মানুষিকথা নেই।আমাকে আল্লাহ কিছু দেয় নাই, কিন্ত মানবসেবা করার মতে একটা মন আমাকে দিয়েছে। এবং এটার বিনিময়ে মানুষের ভালোবাসা পেয়েছি, এর চেয়ে বেশি আর কি থাকতে পারে?  তবে জনগন যদি চায় তবে নির্বাচনের বিষয়টা ভেবে দেখবো এখনো পুরোপুরি সিদ্ধান্ত দিতে পারছি না।