রেকর্ড গড়লেন ইলকাই গিনদোয়ান, ১৩ সেকেন্ডে গোল

প্রকাশকালঃ ০৪ জুন ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ ১৮০ বার পঠিত
রেকর্ড গড়লেন ইলকাই গিনদোয়ান, ১৩ সেকেন্ডে গোল

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপ ফাইনালে দ্রততম গোলের রেকর্ড গড়লেন ইলকাই গিনদোয়ান। শেষ পর্যন্ত ২-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সপ্তমবারের মতো এফএ কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল ম্যানচেস্টার সিটি। এই জয়ে ইউরোপের ক্লাব ফুটবলে পরম আরাধ্য ‘ট্রেবল’ জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল সিটি।

আজ শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের কিক অফের পর সঙ্গে সঙ্গে আক্রমণে ওঠে সিটি। ইউনাইটেডের ডি বক্সের সামনে প্রতিপক্ষ ডিফেন্ডারের থেকে বল দখল করে তারকা মিডফিল্ডার গিনদোয়ানকে পাস দেন কেভিন ডে ব্রুইনে। জাল থেকে প্রায় ২০ গজ দূরে দাঁড়িয়ে ডান পায়ের জোরালো ভলিতে গোল করেন গিনদোয়ান।

গিয়ানদোয়ানের গোলটি হয়েছে মাত্র ১৩ সেকেন্ডে। এর সাথেই ভেঙে যায় ১৪ বছর আগের রেকর্ড।  ২০০৯ সালের আসরে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন এভারটনের লুইস সাহা। ওই ম্যাচ অবশ্য শেষ পর্যন্ত জিততে পারেনি এভারটন। আজ নতুন রেকর্ডের ম্যাচে গিয়ানদোয়ানের দল অবশ্য শিরোপাবঞ্চিত হয়নি। এবার চ্যাম্পিয়নস লিগ জিতলেই তাদের ট্রেবল জয় হয়ে যাবে।