রাজধানীতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, ইনচার্জ ছাড়া

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ০৬:১০ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
রাজধানীতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, ইনচার্জ ছাড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে।
 

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
 

আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দায়িত্ব পালনের সময় অনেক পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করছেন। এতে তাদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে এবং দায়িত্ব পালনে শৈথিল্য দেখা দিচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকলেও তারা যথাযথভাবে নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা দিতে পারছেন না।
 

এই পরিস্থিতি বিবেচনায় ডিএমপির অফিস আদেশে জানানো হয়, নির্বাচনের প্রাক্কালে আইনশৃঙ্খলা বজায় রাখা ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে দায়িত্বে থাকা অবস্থায় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেউ এই নির্দেশনা অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা নেওয়া হবে।