কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

প্রকাশকালঃ ১২ মে ২০২৪ ০৮:৪৭ অপরাহ্ণ ৭৬৫ বার পঠিত
কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

ঢাকা প্রেসঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বশত্রুতার জের ধরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন:

  • চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চু
  • আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের সালাউদ্দিন
  • আব্দুর রহমান
  • মফিজুর রহমান খন্দকার
  • জিয়াউদ্দিন শিমুল
  • জাহিদ বিন শুভ
  • রেজাউল করিম বাবলু
  • রিয়াজ উদ্দিন মিয়াজী
  • আমির হোসেন

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন:

  • আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের নুরুল আলম
  • কফিল উদ্দিন
  • নুরুন্নবী সুজন
  • ইকবাল আহমেদ
  • সাইফুল ইসলাম
  • মাহফুজুর রহমান খন্দকার
  • মোশারেফ হোসেন
  • মো. আলাউদ্দিন
  • মোহাম্মদ আলী হোসেন

বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

  • ২০১৬ সালের ৮ জানুয়ারি রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের পদুয়ায় সড়কে পথরোধ করে চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে অন্য আসামিরা গুলি করে ও কুপিয়ে হত্যা করেন যুবলীগ নেতা জামাল উদ্দিনকে।
  • তৎকালীন আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় জামাল উদ্দিনের সাথে বিরোধ ছিল বলে অভিযোগ।
  • নিহত জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে মামলা করেন।
  • মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হয়।

 

উল্লেখ্য যে, রায় ঘোষণার সময় একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও দুইজন খালাসপাপ্ত আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।