নওগাঁর পত্নীতলায় দেয়াল ভেঙে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৯ অপরাহ্ণ   |   ১২৬ বার পঠিত
নওগাঁর পত্নীতলায় দেয়াল ভেঙে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ 

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-

 

নওগাঁর পত্নীতলা উপজেলায় জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে ইটের দেয়াল ভেঙ্গে  গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়ে ভুক্তভোগী রবিউল আলমের (৩৮) ছোট ভাই রোহান হোসাইন সোমবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে পত্নীতলা থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। 
 

গত বৃহস্পতিবার সকাল দশটার সময় নওগাঁ ও পত্নীতলা যাওয়ার একমাত্র আঞ্চলিক মহাসড়কের পাশে পদ্মপুকুর কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে। 
 

এ ঘটনায় গত সোমবার বিকেলে পদ্মপুকুর এলাকার মৃত খোদাবক্সের ছেলে আঃ হামিদসহ (৫২) চার যুবকের বিরুদ্ধে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
 

অভিযোগ সূত্রে জানা গেছে, বড় ভাই রবিউল আলমের ক্রয়কৃত ২ একর ৪৩ শতকের কাতে ১৩.১৭ শতাংশ দখলীয় জমির চতুর্দিকে ইটের দেয়াল দিয়ে ঘিরে ১৫০ টি ইউক্যালিপটাস গাছ রোপন করা হয়। এরপর শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছিলাম। এমতাবস্তায় গত বৃহস্পতিবার সকাল দশটার সময় পূর্ব শত্রুতার জেরে হামিদসহ ওই চার ব্যাক্তি সংঘবদ্ধভাবে খুন্তি দিয়ে দেয়াল ভেঙ্গে ফেলে কুড়াল দিয়ে গাজগুলো কেটে নিয়ে যায়। এবং বাকি গাজগুলো ক্ষতিগ্রস্ত করে ওই জায়গা তারা দখল করবেন বলে বাদিকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। 
 

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।