চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে রাহাত (১২) নামে এক কিশোর ক্রিকেটারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাহাত চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার বাসিন্দা এবং মো. লিয়াকতের ছেলে। সে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলত।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর থেকে রাহাত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে বুধবার সকালে কর্ণফুলী নদীতে তার লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।