চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৯ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিল

হোসেন বাবলা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন সংসদীয় আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

চট্টগ্রাম উত্তর জেলায় মিরসরাই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নূরুল আমিন চৌধুরী। সন্দ্বীপ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলাউদ্দিন শিকদার এবং বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা মনোনয়নপত্র দাখিল করেন। সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আসলাম চৌধুরী। হাটহাজারীতে বিএনপির প্রার্থী মীর হেলাল, রাউজানে আলোচিত বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার এবং রাঙ্গুনিয়ায় বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলায় বোয়ালখালী আসনে এরশাদ উল্লাহ, পটিয়ায় বিএনপির প্রার্থী এনামুল হক ও এলডিপির প্রার্থী এয়াকুব আলী, আনোয়ারায় সরোয়ার জাহান নিজাম মনোনয়নপত্র জমা দেন। লোহাগাড়া-সাতকানিয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহাজাহান চৌধুরী এবং বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন। চন্দনাইশ-দোহাজারী আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন এবং এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ (বীর উত্তম) মনোনয়নপত্র জমা দেন। বাঁশখালী আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল আলম চৌধুরী পাপ্পু, জামায়াতে ইসলামীর জহুরুল ইসলাম চৌধুরী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ছাড়া চট্টগ্রাম-৭ আসনে বিএনপির অপর প্রার্থী হিসেবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এসব আসনের পাশাপাশি এনসিসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, নাগরিক অধিকার আন্দোলন, নেজামী ইসলামী পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এবং জাতীয় পার্টি (এরশাদ-জিএম কাদের) থেকেও বিভিন্ন প্রার্থী নিজ নিজ দলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন।